চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা লড়াই করেও বাংলাদেশ বড় ব্যবধানে পিছিয়ে আছে। দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে এবং এদিনের প্রথম সেশনে আরও ১০৬ রান যোগ করে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪১৩ রান তোলে।
তাইজুল ইসলামের বোলিং বাংলাদেশের জন্য আশার আলো হয়ে উঠেছে। দিনের শুরুতেই তিনি দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জির ১৭৭ রানের বিশাল ইনিংসের ইতি টানেন। দেড়শ রান পূর্ণ করে দ্রুতই ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ডি জর্জিকে সুইপ শট খেলতে গিয়ে আউট হতে হয়। ডি জর্জির পরপরই তাইজুলের ঘূর্ণি বলের ফাঁদে পড়ে বেডিংহাম এবং কাইল ভেরেইনা আউট হন। এই তিনটি উইকেটই তাইজুলের ঝুলিতে যোগ হয়, যা তাকে তার ক্যারিয়ারের ১৪তম ফাইফার এনে দেয়।
এর মধ্যেই তাইজুল চট্টগ্রামের মাঠে নিজের ৫০তম উইকেট পূর্ণ করেন। এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৪১৩ রান সংগ্রহ করেছে। দিনের শুরুতে হাসানের বলে বেডিংহামের এলবিডব্লিউ এবং স্ট্যাম্পিংয়ের আবেদনে সফল না হলেও তাইজুলের ধারালো স্পিনে বাংলাদেশের জন্য উইকেটের আনন্দ আসে। তবে প্রথম সেশনে বাংলাদেশের জন্য ইতিবাচক হলেও স্কোরবোর্ডের বিপুল রানের চাপ কাটিয়ে ম্যাচে ফেরাটা তাদের জন্য এখনও বড় চ্যালেঞ্জ।