বাংলাদেশের জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে না দেখে অনেকেই অবাক হয়েছেন। সবার ধারণা ছিল, হয়তো চোট বা ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন। তবে ম্যাচ শুরু হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে এই টেস্টে খেলছেন না লিটন।
বিসিবি’র দেওয়া বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম নিশ্চিত করেছেন, লিটনের শরীরে ভাইরাল জ্বরের লক্ষণ পাওয়া গেছে। ২৮ অক্টোবর, সোমবার সন্ধ্যা থেকে উচ্চমাত্রার জ্বরে ভুগছেন লিটন। মঙ্গলবার সকালে পরীক্ষার পর তার ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। বর্তমানে তিনি হোটেলে আইসোলেশনে আছেন এবং তার শরীরে ব্যথা, দুর্বলতা এবং কাশি রয়েছে। সন্ধ্যার দিকে তার শরীরের তাপমাত্রা কিছুটা কমলেও তিনি এখনো খেলার জন্য ফিট নন। ফলে এই টেস্টে তাকে মাঠে নামানোর কোনো সম্ভাবনা নেই। এমনকি তিনি বদলি খেলোয়াড় হিসেবেও খেলতে পারবেন না।
অন্যদিকে, চট্টগ্রাম টেস্টের প্রস্তুতির সময় ব্যাটিং অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে সরে দাঁড়িয়েছেন লিটনের ব্যাকআপ উইকেটকিপার জাকের আলী। ফলে লিটন এবং জাকের দু’জনের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন আরেক উইকেটকিপার মাহিদুল ইসলাম। মাহিদুলের জন্য এই টেস্ট অভিষেকের দিন। জাতীয় দলে মাহিদুল ১০৬তম খেলোয়াড় হিসেবে টেস্ট খেলার সম্মান অর্জন করেছেন।
লিটন এবং জাকেরের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিটন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করছে ক্রিকেটপ্রেমীরা।