ভারতের মাটিতে অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে তারা।
ভারতের ইনিংসে রিশভ পান্তের ৫৭ বলে ৬৪ রানের আক্রমণাত্মক ইনিংস সত্ত্বেও নিউজিল্যান্ড মাত্র ১৪৬ রান ডিফেন্ড করে জয়ের পথে এগিয়ে যায়। এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস, যারা মিলে নয় উইকেট শিকার করেন। এজাজের স্পিনের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি; তিনি ১১ উইকেট নিয়ে বিদেশি বোলার হিসেবে ভারতের এক মাঠে সবচেয়ে সফল হওয়ার গৌরব অর্জন করেন।
ভারতের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও পান্ত একা লড়াই চালিয়ে যান এবং ভিন্ন ভিন্ন শটে রান তোলার চেষ্টা করেন। তবে ব্যাটিংয়ের সময় একটি বিতর্কিত ডিআরএস কল নিয়ে অসন্তোষ প্রকাশ পায়। তৃতীয় আম্পায়ার পল রাইফেল একটি অ্যাপিল প্রথমে না দিয়ে পরে তা পুনর্বিবেচনা করে পান্তকে আউট দেন। এই সিদ্ধান্ত ভারতীয় শিবিরে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এজাজ ছাড়াও ফিলিপস চমকপ্রদ পারফরম্যান্স করেন, সেকেন্ড স্পিনার হিসেবে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখেন। শুবমান গিল, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা সবাইকে দ্রুত বিদায় দেন এজাজ। পান্তের দৃঢ়তায় ভারত জয় থেকে মাত্র ২৫ রান দূরে থাকলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়।