বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
সিরিজে দুই ম্যাচ শেষে ১-১ সমতা এনেছে দুই দল। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। যে ম্যাচ জিতে সিরিজ জয়ের আনন্দে মাততে চায় দু’দলই। তবে টেস্টের ব্যর্থতা ভুলে সিরিজ জয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরতে চায় নাজমুল হোসেন শান্তবাহিনী।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হারে বাংলাদেশ। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২৩৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১৪৩ রানে গুটিয়ে যায়।
তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা টানে শান্তর দল। অধিনায়ক শান্ত ম্যাচ সেরা হন। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাসুম আহমেদ ও অভিষিক্ত জাকের আলি দুর্দান্ত ক্রিকেট উপহার দেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান তোলে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ১৮৪ রানে থামে।