ক্লাব ফুটবলে বিরতি। ভক্তরা এখন জাতীয় দলে নিয়ে মেতে উঠবে। দক্ষিণ আমেরিকার দলগুলোর পরবর্তী মিশন বিশ্বকাপ বাছাই। দলগুলো নভেম্বর উইন্ডোতে দু’টি করে ম্যাচ খেলবে। তারই অংশ হিসেবে আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে।
আগামী ১৪ নভেম্বর (বাংলাদেশ সময় ১৫ নভেম্বর ভোরে) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়েতে। স্বাগতিক দল এ ম্যাচ ঘিরে অদ্ভূত এক নিয়ম করেছে। ম্যাচের সময় কেউ মেসি বা আর্জেন্টিনার জার্সি গায়ে স্টেডিয়ামে ঢুকতে পারবে না। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশেনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিলাসবোয়া এ বিষয়ে বলেন, আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন তাদের গ্যালারিত থাকতে দেব না।
প্যারাগুয়ের ফুটবলের এই কর্মকর্তা আরো বলেন, এটা কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য নেওয়া হয়েছে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে ষষ্ঠ স্থানে। পয়েন্ট টেবিলে কলাম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তারপরে যথাক্রমে রয়েছে উরুগুয়ে (১৬), ব্রাজিল (১৬) ও ইকুয়েডর (১৩)।