জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। অবশেষে নিজের ১৭ বছরের ক্যারিয়ারের এক পর্বকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি।
আজ বুধবার দুপুরে ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন ইমরুল। পোস্টে তিনি লেখেন, “বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।”
ইমরুল জানান, পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিও বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণও উল্লেখ করেন তিনি। তবে ইমরুলের এই বিদায় শুধু টেস্ট ফরম্যাটেই সীমাবদ্ধ থাকবে। ওয়ানডে ও টি-২০ ক্রিকেট চালিয়ে যাবেন তিনি, এবং এ ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলার আশাও রাখছেন।
ইমরুল কায়েস টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। তার সংগ্রহ ২৪.২৮ গড়ে ১,৭৯৭ রান, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং চারটি ফিফটি। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে ১৩৭ ম্যাচে ৭,৯৩০ রান রয়েছে।
এছাড়া ডিসেম্বরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুর্নামেন্টেও ইমরুল অংশ নেবেন। তিনি খুলনা টাইগার্সের হয়ে ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন। এই ক্যাটাগরিতে তাকে রাখায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন বিপিএলে শিরোপা জয়ী এই অধিনায়ক।