বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি লাল দল। ফাইনালে তারা বিকেএসপি সবুজ দলকে ৩-০ গোলে পরাজিত করে। খেলার প্রথমার্ধেই লাল দল নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে ৩ গোল করে এগিয়ে যায়।
চ্যাম্পিয়ন দলের হয়ে গোল করেন নবীরণ খাতুন, তানজিলা আফরোজ হীরা ও মরিয়ম মান্নান। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা, সর্বোচ্চ ১০ গোল করে গোলদাতা পুরস্কার জিতে নেন বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন সবুজ দলের সাগরিকা।
চারদিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়, যার মধ্যে বিকেএসপির দুইটি দল ছাড়াও দেশের বিভিন্ন জেলার নামকরা একাডেমি ও ফুটবল ক্লাবের নারী খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করে। সাতক্ষীরা, বগুড়া, সিলেট, রাঙ্গামাটি, রাজশাহী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাডেমিগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।