বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিক অবসরের পর কোচিংয়ে যুক্ত হলেও জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে কোনো ডাক পাননি। বর্তমানে রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করা রফিক মিরপুরে গ্লোবাল সুপার লিগের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
রফিক বলেন, ‘আমরা সবসময়ই প্রস্তুত থাকি। কিন্তু বিসিবি কখনো আমাদের ডাকেনি। অবসর নেওয়ার পর এতদিন হয়ে গেল, কোনো সাড়া পাইনি। তবে আমরা বসে নেই। শেখ জামাল এবং রংপুর রাইডার্সের মতো ঘরোয়া দলগুলোতে কাজ করে ক্রিকেট নিয়েই ব্যস্ত আছি।’
দেশীয় কোচদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা উল্লেখ করে রফিক বলেন, ‘আমরা খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি দেশের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে পারছি না। এটা অনেক কষ্ট দেয়। তবে দেশের কোচিং প্যানেলে মোহাম্মদ সালাহউদ্দিনকে যুক্ত করা ভালো দিক। তিনি যদি ভালো ফলাফল আনতে পারেন, তা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।’
তিনি আরও যোগ করেন, ‘কোচদের কাজ হলো টিপস দেওয়া, কিন্তু খেলতে হবে খেলোয়াড়দেরই। আমাদের টিপস তারা কাজে লাগাতে পারছে কি না, সেটাই বড় বিষয়। স্থানীয় কোচরা কাজ করছে, যা ভবিষ্যতের জন্য ভালো দিক। সারা দেশে কোচ ছড়িয়ে পড়লে দীর্ঘমেয়াদে ফলাফল ভালো হবে।’
রফিকের মতে, ঘরোয়া ক্রিকেটের সাফল্যই জাতীয় পর্যায়ে বড় পার্থক্য তৈরি করতে পারে। তবে অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিং প্যানেলে উপেক্ষা করা বিসিবির বড় একটি ভুল বলে মনে করেন তিনি।