জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজের শেষ চারদিনের ম্যাচ খেলবেন তিনি। তার আগে শুক্রবার এক আবেগঘন ফেসবুক পোস্টে দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করেন এই ব্যাটার।
ইমরুল তার অবসরকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, “গত ১৭ বছরের ক্রিকেট জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত এটি।” তিনি তার বাবাকে স্মরণ করে বলেন, “বাবা বলতেন, যেদিন লর্ডসে খেলবে, সেদিন আমি সবচেয়ে খুশি হব। আমার বাবাই আমার ক্রিকেটার হওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
দেশের জার্সিতে আরও কিছু করার ইচ্ছা থাকলেও সেটি পূরণ করতে না পারার আক্ষেপ ঝরে পড়ে ইমরুলের লেখায়। তিনি বলেন, “নতুন প্রজন্মের ছেলেরা আমার ইচ্ছার বাকিটুকু পূরণ করবে। তারা একদিন বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও বেশি সম্মান এনে দেবে।”
ইমরুল তার বিদায়বেলায় কোচ, গ্রাউন্ডসম্যান, আম্পায়ার, ম্যাচ রেফারি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “বিশেষ করে বিপিএল এবং ডিপিএল খেলতে চাই। আশা করি, বিসিবি আমার ইচ্ছাকে সম্মান করবে।”
শেষ ম্যাচের পর দর্শকদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা জানিয়ে ইমরুল বলেন, “১৬ তারিখ, মিরপুর স্টেডিয়ামে খেলাশেষে দেখা হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
ইমরুল কায়েসের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার এবং দেশের প্রতি তার ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে।