জয়ের জন্য শেষ দুই ওভারে ১৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেরফেন রাদারফোর্ড অতটা সময় অপেক্ষা করতে চাননি। তাইতো ১৯তম ওভারের শেষ দুই বলে দুই ওভার বাউন্ডারি মেরে দলকে জয়ে পৌঁছে দেন। তার করা ১৭ বলে ২৯ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয় পেয়েছে।
ইংল্যান্ডের ৫ উইকেট হারিয়ে করা ২১৮ রানের জবাবে ড্যারেন স্যামি স্টেডিয়ামের খেলায় ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারে ৫ উইকেটে ২২১ রান করে। সিরিজের চতুর্থ ম্যাচ শেষে ইংল্যান্ড এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।
এ জয়ের মাধ্যমে একটা রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটির টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে ১৯১ রান তাড়া করে পাওয়া জয়টি ছিল শীর্ষে।
ওয়েস্ট ইন্ডিজের এ জয়ে নেতৃত্ব দিয়েছে দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইস। প্রথম উইকেটে তাদের বিধ্বংসী ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথটা সহজ করে দেয়। বিধ্বংসী ব্যাটিং করেছেন উভয়ে। মাত্র ৫৫ বলে ১৩৬ রানের পার্টনারশিপ তাদের। লুইস ৩১ বলে ৬৮ রান করেছেন। হোপ ২৪ বলে করেছিলেন ৫৪ রান। লুইস তার ইনিংসটি সাজিয়েছিলেন চার বাউন্ডারি ও সাত ওভার বাউন্ডারিতে। হোপ সাতটি বাউন্ডারি মারেন, তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।
অধিনায়ক রভম্যান পাওয়েলের অবদানও কম নয়। ২৩ বলে করেছেন ৩৮ রান। তাদের এমন ব্যাটিংয়ে ইংলিশ বোলার রেহান আমহেদ ৩ উইকেট শিকার করেও জয়ের হাসি হাসতে পারেননি।
এর আগে ফিল সল্ট (৫৫), জ্যাকব বেথেল (৬২*), স্যাম কুরানের চমৎকার ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। সল্ট ৩৫ বলে করছিলেন ৫৫ রান। বেথেল মাত্র ৩২ বল খেলেন। আর কুরান খেলেছিলেন ১৩ বল।