নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখনো শেষ হয়নি।তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। রবিবার ক্যান্ডিতে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার ৩ উইকেটে জয় পেয়েছে। এ জয়ের মাঝ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে গত এক যুগে শ্রীলঙ্কা প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল। সর্বশেষ তারা ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করেছিল।
প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড ২০৯ রানে অল আউট হয়। শ্রীলঙ্কা এক ওভার হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
কুশাল মেন্ডিস এ জয়ে নেতৃত্ব দিয়েছেন। ১০২ বলে ৭৪ রান করেছেন তিনি। তার এ রান শ্রীলঙ্কার জয়ের ভিতটা গড়ে দেয়। অন্যদিকে ম্লান করে দেয় নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ের কীর্তিকে। ৮১ বলে ৭৬ রানের চমৎকার একটা ইনিংস খেলেছিলেন তিনি। সাতটি বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। চতুর্থ উইকেটে মিশেল হেকে নিয়ে দারুণ একটা জুটিও গড়েছিলেন। ১৭৫ রানে জুটি। হে করেছিলেন ৪৯ রান।
নিউজিল্যান্ডে ব্রেসওয়েল চার উইকেট শিকার করেন। ১০ ওভারে মাত্র ৩৬ রানে এই চার শিকার ছিল তার। একের পর এক উইকেট তুলে নিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ দিকে শ্রীলঙ্কার দায়িত্বশীল ব্যাটিং তাকে হাসতে দেয়নি। শ্রীলঙ্কার নবম ব্যাটার মাহিশ থিকসানার ২৭ রান তাদের জয় কেড়ে নেয়।