ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দলের নিয়মিত ব্যাটিং কোচ ডেভিড হেম্প এই সফরে অনুপস্থিত থাকায় বিসিবি এই দায়িত্ব দিয়েছেন অভিজ্ঞ সালাউদ্দিনকে।
একই সঙ্গে ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও এই সফরে দলের সঙ্গে যাননি। মহসিনের পরিবর্তে ভারতীয় একজন অ্যানালিস্টকে নিয়ে এই সিরিজে কাজ করছে বাংলাদেশ দল।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, “এই সিরিজে হেম্প ও মহসিন কেউই যাননি। পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে আপাতত সালাউদ্দিন স্যার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।”
সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার দীর্ঘ এবং সমৃদ্ধ। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। লেভেল থ্রি কোচিং সার্টিফিকেটধারী সালাউদ্দিন দেশের অন্যতম সফল কোচদের একজন। তার অধীনে বিপিএলে একাধিক শিরোপা জয় করেছে দলগুলো, আর ঢাকা প্রিমিয়ার লিগেও কোচ হিসেবে পেয়েছেন সাফল্য।
ডেভিড হেম্প যদি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন, তাহলে তিনি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে ফিরে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অন্যদিকে, ক্যারিবিয়ান সফরে জাতীয় দলের নতুন ভিডিও অ্যানালিস্ট ও কোচিং পরিবর্তন নিয়ে বিসিবি ভবিষ্যৎ পরিকল্পনা কী করবে, তা দেখার বিষয়। তবে আপাতত দলের ব্যাটিং নিয়ে সালাউদ্দিনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।