ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির দায়িত্ব ছেড়েছেন জেরার্ডো মার্টিনো। তার পরিবর্তে আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাশচেরানো এবার মায়ামির দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মাঝ দিয়ে জাতীয় দলের সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও মাশচেরানো আবার এক হতে যাচ্ছেন।
মেসিকে নিয়ে বেশ ভালো সময় পার করছিলেন মার্টিনো। সাপোর্টাস শিল্ড জয়ের পর এমএলএক কাপ জয়ের অন্যতম দাবিদার ছিল মায়ামি। তারা মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের কীর্তিও গড়েছিল। কিন্তু আটলান্টা ইউনাইটেডের কাছে এমএলএস কাপের প্লে অফে হার মায়ামি সমর্থকদের হতাশ করে। তিন প্লে অফের প্রথম ম্যাচ জয়ের পর তারা সিরিজে হেরে যায়। আর তখন মার্টিনোর বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
মায়ামি কর্তৃপক্ষ নতুন কোচ খুঁজতে শুরু করে। তাদের রাডারে জাভি হার্নান্দেজ ও মাশচেরানো ছিলেন। বার্সেলোনার কোচ হিসেবে জাভির অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে মাশচেরানো বর্তমানে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে রয়েছেন।
মাশচেরানোর সঙ্গে মায়ামি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি। শেষ পর্যন্ত মাশচেরানো দায়িত্ব নিলে আগামী ফেব্রুয়ারিতে তিনি কাজ শুরু করবেন। ফেব্রুয়ারিতে নতুন মৌসুম শুরু হবে মেজর সকার লিগে।