অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে এক উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৩০ রান। লিড দাঁড়িয়েছে ২১১ রানে।
তবে দ্বিতীয় ইনিংসে দু’টি সুযোগ মিস করে বাংলাদেশ। শুরুতেই স্লিপে ক্যাচ মিস করেন শাহাদাত দীপু। তাসকিনের বলে কার্লোস ব্র্যাথওয়েটের ক্যাচ ছেড়েছেন তিনি। এরপরেই আরেকটি সুযোগ মিস। এলবিডব্লিউ আবেদন করেছিলেন পেসার হাসান মাহমুদ। এবারও সেই ব্র্যাথওয়েট। তবে আম্পায়ার আবেদন ফিরিয়ে দিলে রিভিউ নেয়নি বাংলাদেশ। এরপর হক-আইতে দেখা যায়, বাংলাদেশে রিভিউ নিলেই উইকেটের দেখা পেত।
অবশেষে দারুণ বোলিংয়ে তাসকিন আহমেদই ভাঙলেন শুরুর জুটি। ৪.৫ ওভারে তাসকিনের বল মিকাইল লুইয়ের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। তিনি ১৮ বলে ৮ রান করে বিদায় নেন।
এর আগে স্বাগতিকদের করা ৪৫০ রানের জবাবে বাংলাদেশে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। অর্থাত ১৮১ রান পিছিয়ে থেকেই প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আগের দিন জাকের আলী অনিকের ব্যাটে ভর করে বাংলাদেশ ফলো-অন এড়িয়েছিল। দলের বিপদে ৫৩ রান করে দেশের মান রক্ষা করেন এই ব্যাটার। জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় লাল-সবুজের বাংলাদেশ। ফলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে।
এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ধারণা করা হচ্ছে চোটের ঝুঁকি এড়াতে চতুর্থ দিন আর ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ।