হুলিয়ান আলভারেজ ও অ্যাঞ্জেল কোরের জোড়া গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে স্পার্তা প্রাগকে তারা ৬-০ গোলে হারিয়েছে। দলের হয়ে অন্য দুই গোল করেন আঁতোয়া গ্রিজম্যানে ও মার্কোস লরেন্তো।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের পঞ্চম ম্যাচে এটি তৃতীয় জয়। ৩৬ দলের টুর্নামেন্টে দলটি বর্তমানে ১৩তম স্থানে রয়েছে।
এদিকে অপরাজিত থাকার তকমাটা ধরে রেখেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। নিজেদের মাঠের খেলায় তারা আরবি লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছে। পাঁচ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।
ইন্টার মিলানের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান টানা তৃতীয় জয় পেয়েছে। স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-২ গোলে হারিয়ে চতুর্দশ স্থানে উঠে এসেছে।
নিজেদের মাঠের খেলায় বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে ব্রেস্টকে। রবার্ট লেফানদোভস্কি জোড়া গোল করেছেন। এর মাঝ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করেছেন তিনি। পাঁচ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে।
বড্ড নাজুক অবস্থা প্যারিস সেন্ত জার্মেই। অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এসেছে বায়ার্ন। আর পিএসজি নেমে গেছে ২৬তম স্থানে। পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।
এদিকে বাজে সময় থেকে এখনো নিজেদের বের করে আনতে পারেনি ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের জোড়া গোলে এক পর্যায়ে তারা ৩-০ গোলে এগিয়ে থেকেও ফেইনুর্ড রটেরডামের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। শেষ ১৫ মিনিটে তারা গোলগুলো হজম করে। ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটি পঞ্চদশ স্থানে।
বড় জয় পেয়েছে আর্সেনাল। ৫-১ গোলে হারিয়ে স্পোর্তিং লিসবনকে। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ইংলিশ ক্লাবটি সপ্তম স্থানে উঠে এসেছে।
চমক দেখিয়ে চলেছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। অ্যাওয়ে ম্যাচে ইয়ং বয়েজকে ৬-১ গোলে হারিয়েছে তারা। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি।