পয়েন্ট হারানো অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইএফএল কাপ সর্বত্র পয়েন্ট হারিয়ে চলেছে তারা। ড্র এবং হারেই সীমাবদ্ধ তাদের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে জুভেন্টাসকে হারিয়ে সেই সীমা থেকে বের হওয়ার স্বপ্ন দেখছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে গোল শূন্য ড্র করে সেই পয়েন্ট হারানোর সীমানায় আটকে থাকলো অ্যাস্টন ভিলা।
ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ খেলেছেন। আর্জেন্টাইন এ গোলরক্ষক আরও একটি স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছেন। দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন বিশ্বকাপ জয়ী এ গোলরক্ষক। কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন কনসেকাও। তার হেডের বল যখন মাটিতে ড্রপ খেয়ে গোল লাইন অতিক্রম করতে যাচ্ছে তখন সত্যিকার বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে বল ফিরিয়ে দেন।
জুভেন্টাসের বিপক্ষে বুধবারের ম্যাচে শেষ মুহুর্তে অ্যাস্টন ভিলা একটা গোলের দেখা পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। ভিলার খেলোয়াড় মর্গান রজার্স জুভেন্টাস গোলরক্ষককে ধাক্কা দেওয়ার অপরাধে গোলটি বাতিল করেন রেফারি।
ম্যাচটি উপভোগ্য হওয়ার মতো খেলা উপহার দিতে পারেনি কোনো দল। তার মাঝে ভিলা বিরতির আগে গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিল। কিন্তু লুকাস ডিগনের ফ্রি কিকের শটটি ক্রসবারে লেগে ফিরে আসে।
শেষ মুহুর্তে করা গোলটি পেয়ে গেলে অ্যাস্টন ভিলার জন্য তা আত্মবিশ্বাসের টনিক হিসেবে কাজ করতো। দলটি ২২ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পাওয়ার পর আর কোনো জয়ের দেখা পায়নি। গত পাঁচ ম্যাচে প্রিমিয়ার লিগে জয় না পাওয়া দলটি এরই মধ্যে অষ্টম স্থানে নেমে এসেছে। আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান ৯ নম্বরে। জুভেন্টাস রয়েছে অ্যাস্টন ভিলার চেয়ে আরও ১০ ধাপ নিচে।