২৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, বিপিএলের ১৭তম আসর। পাঁচটি ভিন্ন ভেন্যুতে চলবে এবারের বিপিএল ফুটবল। প্রথম দিনেই মাঠে নামছে বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। পরের দিন অর্থাৎ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও আবাহনী লিমিটেড (ঢাকা) এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ফর্টিস এফসি।
পেশাদার লিগের নিয়ম অনুযায়ী সব ক্লাবই হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে লিগের ম্যাচগুলো খেলবে। কিন্তু লিগ মাঠে গড়ানোর আগের দিন নতুন জটিলতা তৈরির শংকা দেখা দিয়েছে। গত আসরের রানার্স আপ মোহামেডান জানিয়ে দিয়েছে, তারা বসুন্ধরার মাঠে খেলতে চায় না।
গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান তাদের প্রথম ম্যাচে নিজ নিজ হোম ভেন্যুতে খেলবে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর বসুন্ধরার মাঠে অ্যাওয়ে খেলতে যাবে মোহামেডান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফেকে দেয়া চিঠিতে মোহামেডান জানিয়েছে বসুন্ধরার মাঠ, কিংস অ্যারেনায় রেফারির পক্ষপাতমূলক আচরণের পাশাপাশি কিংসের উগ্র সমর্থকদের মারমুখি আচরণের কারণেই তারা সেখানে খেলতে চায় না।
এই বিষয়ে মোহামেডানের ম্যানেজার ও সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব গত ২২ নভেম্বর অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপের উদাহরণ টানেন। তিনি বলেন, ১-০ গোলে এগিয়ে থাকার পরও কিংস সমর্থকরা ম্যাচের ৬১তম মিনিটে মাঠে ‘স্মোক ফ্লেয়ার’ ছুড়ে মারে।
মোহামেডান যে প্রান্তে খেলছিলো সেই প্রান্তে ছুটে আসা লাল রংয়ের স্মোক ফ্লেয়ারে পুরো মাঠ ছেয়ে যায়। পরবর্তীতে তিন গোল হজম হেরে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
টানা পাঁচ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে হোম ভেন্যু কিংস অ্যারেনায়। এই ম্যাচটিই কেবল বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে। ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
গত আসরের রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ খেলবে প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। এই ম্যাচের ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম।
রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন খেলবে পুলিশ এফসির বিপক্ষে। এই ম্যাচের ভেন্যু মুন্সিগঞ্জে অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।