বিশ্বকাপের ম্যাচ আয়োজনে ভারত যে স্টেডিয়ামগুলো ব্যবহার করছে তার মধ্যে সবচেয়ে কম ধারণক্ষমতার স্টেডিয়াম হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। এটি হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত। এ কারণে ধর্মশালা স্টেডিয়াম নামেই বেশি পরিচিত। এ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৩ হাজার।
দর্শক ক্ষমতায় ছোটো হলেও ম্যাচ আয়োজনে কোনো স্টেডিয়াম থেকে তারা পিছিয়ে থাকছে। অন্যসব স্টেডিয়ামের মতো এখানেও বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজন করা হবে। যার একটিতে স্বাগতিক ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
ভারতের এ স্টেডিয়ামটি দেখতে সত্যিকারভাবে খুবই সুন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৫৭ মিটার উঁচুতে অবস্থতি। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে স্টেডিয়ামটির পাশেই হিমালয় পর্বত। যার কারণে এই স্টেডিয়ামে খেলা দেখা এক টিকিটে দুই ছবির মতো বিষয়। একদিকে খেলা দেখা আর একদিকে হিমালয় পর্বত দেখা। তুষারে ঢাকা হিমালয় পর্বত দেখতে দেখতে খেলা উপভোগটা দারুণ ব্যাপার।