ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে হারা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এখন চালকের আসনে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান করে বাংলাদেশ এখন ২১১ রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশের এই লিড প্রথম টেস্টে জয়ী ওয়েস্ট ইন্ডিজকে চাপের মুখে ঠেলে দিয়েছে।
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রানে অল আউট হয়েছিল। চমৎকার বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যেতে বাধ্য করে টাইগাররা।
এক উইকেটে ৭০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের রান টপকে লিড নেওয়ার একটা সম্ভাবনাও ছিল তাদের সামনে। কিন্তু তৃতীয় দিনে বল হাতে আগুন ঝড়ান নাহিদ রানা। আর তাতেই খড়কুটোর মতো উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। শেষ আট ব্যাটারের কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি।
মাত্র ৭৬ রানে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারায়। দিনের শুরুতে নির্ধারিত বিরতিতে বাংলাদেশ উইকেট তুলে নেয়। ১৮ ওভারে ৬১ রান দিয়ে নাহিদ রানা ৫ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই জয়ের উইকেট হারায় বাংলাদেশ। বিনা রানে আউট হন তিনি। এরপরই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। সাদমান ইসলাম, শাহাদাত হোসেন,মেহেদি হাসান মিরাজ, লিটন দাস,জাকের আলী অসাধারন ব্যাটিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ভয়ে কেঁপে ওঠেননি তারা, বরং তাদের ওপর চড়াও হয়েছেন। আর তাতেই সাফল্য এসেছে। মিরাজ মাত্র ৩৯ বলে ৪২ রান করেছেন। শাহাদাত ২৬ বলে ২৮ রান করেছেন। এই আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, জয়ের স্বপ্নও এখন দেখতে পারে বাংলাদেশ।কেননা কিংস্টনের এই মাঠে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা মোটেও সহজ কাজ নয়।