জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ চট্টগ্রাম বনাম সিলেটের ম্যাচটি কুয়াশার কারণে ১৫ ওভার খেলার সিদ্ধান্ত হয়। এই ম্যাচেই রংপুরের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন বাংলাদেশের লেজেন্ডারি অপেনার তামিম ইকবাল।
১৯৬.৯৭ স্ট্রাইক রেটের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা হাকিয়েছেন তামিম। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৬৫ ম্যাচের ক্যারিয়ারে ৫০ ছাড়ানো ইনিংসে তামিমের তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট এটি।
তামিম ইকবালের ঝড়োয়া ইনিংস চট্টগ্রামকে ১৪৫ রান সংগ্রহ এনে দেয়। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান। বিপরীতে সিলেটের পেসার খালেদ আহমেদ ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় সিলেট। সিলেটের হয়ে ৩৬ বলে ৬ ছক্কায় ৭৬ রান করেছেন ওপেনার ও উইকেট কিপার তৌফিক খান তুষার। আগের ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করা জিশান আলম আজ ফিরেছেন প্রথম বলেই। ফলত, সিলেট হেরেছে ১২ রানে। টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম।