টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারী জাজেস সেমিনার-২০২৪, আরচ্যারী কোচেস কোর্স-২০২৪ এবং আরচ্যারী কোচেস কোর্স-২০২৩ এর সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সনদ বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সেমিনার ও কোর্সের পরীক্ষায় উত্তীর্ণদের ২৭জনের মধ্যে সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ মাহফুজুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ জনাব মোঃ আনিসুর রহমান, আরচ্যারী কোচেস ও জাজেস উন্নয়ন সাব-কমিটির সদস্য-সচিব জনাব মোঃ রফিক, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় আরচ্যারী দলের প্রধান প্রশিক্ষকসহ জাজ, কোচ ও জাতীয় আরচ্যারী দলের আরচ্যারবৃন্দ।
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৮ হতে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত (৩ দিন ব্যাপি) টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘আরচ্যারী জাজেস সেমিনার ২০২৪’ অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে অনুষ্ঠিত পরীক্ষায় নিম্নোক্ত ১৩জন প্রশিক্ষাণার্থী উত্তীর্ণ হয়ে ন্যাশনাল জাজ হিসাবে অত্র ফেডারেশনের অধীনে অ্যাক্রেডিটেড হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন:
১) ঐশ্বর্য্য রহমান, ২) মারুফ বিল্লাহ্ আল ফাহিম, ৩) আলেহা মোসাম্মৎ রুবাইয়া, ৪) শাহাদাৎ হোসেন, ৫) মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল আহাদ, ৬) মোঃ জাবির উদ্দিন, ৭) প্রিন্স মোঃ সায়েম, ৮) মোঃ মাহমুদুল হাসান রিয়াজ, ৯) মোঃ রুবেল হাসান, ১০) মুস্তফা মোঃ রসুল, ১১) আব্দুন নকিব জিমি, ১২) রোকনুর রহমান ও ১৩) শাহাদাৎ হোসেন সরকার।
গত ৫ হতে ৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত (৫ দিন ব্যাপি) টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘আরচ্যারী কোচেস কোর্স ২০২৪’ অনুষ্ঠিত হয়। কোর্সে দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে ১২জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় নিম্নোক্ত ৭জন প্রশিক্ষাণার্থী উত্তীর্ণ হয়ে ন্যাশনাল লেভেল-১ আরচ্যারী কোচ হিসাবে অত্র ফেডারেশনের অধীনে এক্রিডিটেড হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন:
১) মোসাম্মৎ রুবাইয়া আলেহা, ২) মারুফ বিল্লাহ্ আল ফাহিম, ৩) মোহাম্মদ আশিকুজ্জামান, ৪) মোঃ রসুল মুস্তফা, ৫) সাকিবুল, ৬) মোঃ লিটন ও ৭) মোঃ আশিকুর।
এছড়াও গত ২৬ হতে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত (৫ দিন ব্যাপি) টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে “আরচ্যারী কোচেস কোর্স ২০২৩” অনুষ্ঠিত হয়। কোর্সে দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে ১০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় নিম্নোক্ত ৭জন প্রশিক্ষাণার্থী উত্তীর্ণ হয়ে ন্যাশনাল লেভেল-১ আরচ্যারী কোচ হিসাবে অত্র ফেডারেশনের অধীনে এক্রিডিটেড হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন:
১) মোঃ তামিমুল ইসলাম, ২) মোসাঃ ফারজানা, ৩) সুস্মিতা বনিক, ৪) মোঃ আবুল কাশেম মামুন, ৫) বিউটি রায়, ৬) আনোয়ার হোসেন ও ৭) মোঃ আশরাফ মোল্লা।