ঢাকা মহিলা প্রথম বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৪-২৫ এর বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠানটি আজ ঢাকার মিরপুর-১২ এর পল্লবী মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির মহিলা উইংয়ের পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম । এছাড়া ছিলেন বিসিবির মহিলা উইংয়ের প্রধান কাজী হাবিবুল বাশার।
মোট ৭টি দল এই বাছাইপর্বের লীগে খেলবে। ৭ টি দলের মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মৌসুমের টুর্নামেন্টটি একটি অসাধারণ ও মনোপুত আয়োজন হবে বলে আশা করছে আয়োজক কমিটি।