জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে এনসিএল টি-টোয়েন্টির। হাইভোল্টেজ ফাইনালে আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে শক্তিশালী ঢাকা ও রংপুর বিভাগ। এবারের ফাইনালে এগিয়ে থাকছেন ঢাকাই। আসরে অপরাজিত থেকে ফাইনালে নামছে নাঈমের দল। অন্যদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর রংপুর রয়েছে দুর্দান্ত ফর্মে।
ফলে ফাইনালে যেন শেয়ানে শেয়ানে লড়াই হবে। আসরে পয়েণ্ট তালিকায় শীর্ষে থেকে টুর্নামেন্টের শেষ চারে যায়গা করে দেয় দুই দল। তবে আসরে প্রথম কোয়ালিফাইনায়ে রংপুরের বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনাকে উড়িয়ে দিয়ে ফাইনালে নিশ্চিত করেছে নাঈমরা। তাই তো ফাইনালে সবার নজর থাকবে ঢাকার অধিনায়ক নাঈমের দিকেই। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার ৯ ম্যাচে ৩১৬ রান করে সবার ওপরে অবস্থান করছেন।
এছাড়া সেরা ১০ ব্যাটারের মধ্যে ঢাকার দুই জন রয়েছে ঢাকা মেট্রোর। নাইমুজ্জামান রয়েছে দুর্দান্ত ফর্মে। সেখানে রংপুরের হয়ে অলরাউন্ডার আকবর আলী ৮ ম্যাচে ২০৮ রান নিয়ে রয়েছে আটে। তালিকায় নয়ে অবস্থান করছেন রংপুরের তৈবুর রহমান। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯১ রান। ফাইনালে বল হাতে নজর থাকবে রংপুরের পেসার আলাউদ্দিন বাবুর উপর।
আসরে ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে অবস্থান করছেন দুইয়ে। অন্যদিকে ঢাকা মেট্রোর রকিবুল হাসান ১৪ উইকেট নিয়ে রয়েছে তিন নম্বরে। এছাড়া অলরাউন্ডার হিসেবে ফাইনালে আলো ছড়াবেন ঢাকার পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। আসবে ব্যাট হাতে সর্বোচ্চ ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে আছেন সবার ওপরে। বল হাতেও আছেন দারুণ ফর্মে। অন্যদিকে বল হাতে ঢাকার আল ইসলাম ফাইনালে জ্বলে উঠতে পারেন।
আর প্রথমবার অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টিতে বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শিরোপা জয়ী চ্যাম্পিয়ন দল পাবেন ২০ লাখ টাকা। রানার্সআপ দল ১০ লাখ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১ লাখ টাকা। সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন ৫০ হাজার টাকা করে। ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ।