শেষ বিকেলে হঠাৎ ভারতীয় বোলারদের আলোর ঝলকানি। আর তাতেই মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে কিছুটা হলেও স্বস্তি মিলেছে ভারতীয় শিবিরে। তবে অস্ট্রেলিয়ার শীর্ষ চার ব্যাটারের হাফ সেঞ্চুরিতে দিন শেষে অস্ট্রেলিয়াও স্বস্তিতে। ৬ উইকেট হারিয়ে তারা ৩১১ রান করেছে।
জাসপ্রিত বুমরাহ ছিলেন ভারতের সেরা বোলার। তিন উইকেট পেয়েছেন তিনি। তবে দুঃসহ এক দিন কেটেছে তার। টেস্ট ক্রিকেটে তিন বছর পর তার বোলিংয়ে কেউ ওভার বাউন্ডারি মারার দুঃসাহস দেখিয়েছে। তবে পরিচিত কেউ নন, অজি দলের হয়ে অভিষেক হওয়া স্যাম কনস্টাস ঘটিয়েছেন এই ঘটনা। অসাধারণ এক সূচনা এনে দেন এই ডেবু্ট্যান্ড। ৬৫ বলে ৬০ রান করেন তিনি। প্রথম উইকেট জুটিতে উসমান খাজার সঙ্গে ৮৯ রানের জুটি।
মাঠে নেমেই রেকর্ড গড়েন কনস্টাস। ১৯ বছর ৮৫ দিন বয়সে টেস্ট খেলতে নেমে হয়ে গেছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে কনিষ্ঠ ওপেনিং ব্যাটার।
কনস্টাসকে পেয়ে যেন উসমান খাজাও রানে ফিরেছেন। এ সিরিজে একবারও খাজা রানের দেখা পাননি। ছয় ইনিংসের চার ইনিংসে তিনি নিজের রানকে দুই অংকে নিতে পারেননি। কনস্টাসের সঙ্গে জুটি বেঁধে হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৫৭ রান করেছেন তিনি। মার্নাস লাবুশেনও ভারতীয় বোলারদের যথেষ্ঠ ভুগিয়েছেন। ৭২ রান করেছেন। আর স্টিভ স্মিথ অপরাজিত ৬৮ রানে।
তবে দ্রুত ফিরে গেছেন ট্রাভিস হেড (০), মিচেল মার্শ (৪), অ্যালেক্স ক্যারে (৩১)। স্মিথের সঙ্গে অপরাজিত রয়েছেন প্যাট কামিন্স ৮ রানে।
ভারতের হয়ে বুমরাহ পেয়েছেন তিন উইকেট। এছাড়া আকাশ দ্বীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পেয়েছেন।