বিশ্বকাপে আফগান-বাংলার লড়াই চোখ জুড়িয়েছে দর্শকদের। রশিদ আর মিরাজের মাঠের যুদ্ধটা একটা লম্বা সময়ের জন্য সমর্থকদের মনে দাগ কেটেছে। ম্যাচের প্রথম ইনিংসে রশিদ খানের উইকেট তুলে নেন বাংলার তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে মিরাজ কিভাবে রশিদের স্পিন সামলান তা দেখতে মুখিয়ে ছিলেন সবাই।