বিপিএলের ১৫তম ম্যাচে জয় পেয়েছে এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহী। শুক্রবার সিলেটে খুলনাকে ২৮ রানে হারায় তারা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচে দুই জয়ে রাজশাহীর পয়েন্ট চার। তবে এক তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে এখনও চারে অবস্থান করছে খুলনা।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে এনামুল হক বিজয়ের রাজশাহী। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ওপেনিং জুটিতে ৫.৩ ওভারে ৪৪ রান তোলে তারা। এরপর হারিস ২০ বলে ২৭ ও জিসান ২৩ রান করে বিদায় নিলে দ্রতই আরও দুই উইকেটে হারায় তারা।
অধিনায়ক এনামুল হক বিজয় ৫ ও মেহেরব ৭ রান করে বিদায় নেনে। দলীয় ৬৭ রানে চার উইকেট হারায় রাজশাহীর দলটি। এরপর ইয়াসির আলী ও বায়ান বার্ল শক্ত জুটি গড়েন। দারুণ ব্যাটিংয়ে রাজশাহীর স্কোর পার করেন দেড়শ! কিন্তু এরপর দলীয় ১৫৫ রানের মাথায় ইয়াসির ৪১ রান করে রনির বলে বোল্ড হয়ে ফেরেন।
শেষ দিকে বায়ান বার্লের সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন আকবর আলী। বায়ান ২৯ বলে সাত বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন। অঅর আকবর আলী ৯ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ২১ রান করেন। বল হাতে খুলনার পক্ষে নাসুম আহমেদ ৩ ওভারে ২০ রানে নেন দুটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে দুই ব্যাটারকে হারায় খুলনা। ওপেনার ইউলিয়াস বোসিস্টো ৬ ও অধিনায়ক মিরাজ ১ রান করে বিদায় নেন। দ্বিতীয় তৃতীয় উইকেট জুটিতে মোহম্মাদ নাঈম ও আফিফ হোসেন খুলনাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে নাঈম ২৪ ও আফিফ ৩০ রান করে বিদায় নিলে ফের চাপে পড়ে খুলনা।
শেষ দিকে আর কেউ সুবিধা করতে পারেনি। মাহিদুল ইসলাম আকন ১৮, ইমরুল কায়েস ১৭ ও নাসুম আহমেদ ১৮ রান করে বিদায় নেন। ফলে ১৯.৩ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় খুলনা। বল হাতে তাসকিন ও বায়ান বার্ল দুটি করে উইকেট নেন।