ওয়েস্ট হামকে বিদায় করে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে অ্যাস্টন ভিলা। শুরুতে গোল হজম করে পিছিয়ে থাকার পর ২-১ গোলের পর জয় অ্যাস্টন ভিলাকে চতুর্থ রাউন্ডে পৌঁছে দিয়েছে।
দুর্ভাগ্য ওয়েস্ট হামের। এগিয়ে থাকার পরও তাদের বিদায় নিতে হয়েছে। নবম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটে দুই গোল হজম টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে। আমাদু ওনানা ও মর্গান রজার্স করেন এই দুই গোল।
৭১ মিনিটে এক বিতর্কিত কর্নার ওয়েস্ট হামের সর্বনাশ ডেকে আনে। কর্নার থেকে উড়ে আসা বলে ইয়ান মাতসেন যে শট নিয়েছিলেন তা ওয়েস্ট হাম গোলরক্ষক লুকাসজ ফাবিয়ানস্কি রুখে দিয়েছিলেন। কিন্তু বল নিয়েন্ত্রণে ব্যর্থ হন। আর সে সুযোগে স্কোরশিটে নাম লিখিয়ে নেন আমাদু ওনানা। পাঁচ মিনিট পর মর্গান রজার্স গোল করে দলের জয় নিশ্চিত করেন।
অতিরিক্ত সময়ে ওয়েস্ট হাম গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। দলটির স্ট্রাইকার ড্যানি সুযোগ নষ্ট করে দলকে খেলায় ফিরিয়ে আনতে পারেননি।
অ্যাস্টন ভিলা গত বছরও চতুর্থ রাউন্ডে পৌঁছেছিল। কিন্তু চেলসির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। অর্থাৎ টানা দুই আসরে তারা এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছালো। এর আগে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমে তারা টানা দুইবার চতুর্থ রাউন্ডে খেলেছিল।