টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তবে প্রথম দুই ম্যাচ হারায় নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও একই অবস্থা। শেষ ম্যাচ জিতলেও সিরিজ হেরেছে সফরকারী শ্রীলঙ্কা। ব্যবধানও একই। আজ সকালে অনুষ্ঠিত শেষ ম্যাচে শ্রীলঙ্কা ১৪০ রানে জয় পেয়েছে। আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ২৯০ রান করেছিল। জবাবে স্বাগতিক নিউজিল্যান্ড মাত্র ১৪০ রানে গুটিয়ে যায়।
আগেই সিরিজ হারা শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি। উভয় ম্যাচে তাদের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছিল। ফলে কোনো ম্যাচেই তারা দলীয় সংগ্রহ দুইশতে নিতে পারেনি। এবার অবশ্য শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটাররা রানের ফুলঝুড়ি ছুটিয়েছেন। ওপেনার পাথুম নিশাঙ্কা তো ঝড়ো ব্যাটিংয়ে ৪২ বলে করেন ৬৬ রান। ছয়টি বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ছিল ওভার বাউন্ডারি। অন্যরাও যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। কুশাল মেন্ডিস ৪৮ বলে ৫৪ আর জানিথ লিয়ানাগে ৫২ বলে ৫৩ রান করেন। কামিন্দু মেন্ডিস ৪৬ রান করলেও খেলেছেন ৭১ বল।
ম্যাট হেনরি ছিলেন সফল বোলার। ৪ উইকেট নেন তিনি।
জবাবে ব্যাট হাতে নেমেই বিপদে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। শীর্ষ ছয় ব্যাটারের পাঁচজনই ছিলেন ব্যর্থ। পাঁচজনের মোট রান তিন। তিন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখেছেন মার্ক চ্যাপম্যান। ৮১ বলে ৮১ রান করেছেন তিনি। দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন তিনি।
শ্রীলঙ্কার কোনো বোলার একক আধিপত্য দেখাতে পারেননি। তবে এসহান মালিঙ্গা, মাহিশ থিকসানা ও অসিথা ফের্নান্ডো তিনটি করে উইকেট নেন। অসিথা ফের্নান্ডো ম্যাচ সেরা এবং ম্যাট হেনরি সিরিজ সেরা নির্বাচিত হন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২৯০/৮ (৫০ ওভার)। (নিসাঙ্কা ৬৬, কুশাল মেন্ডিস ৫৪, কামিন্দু মেন্ডিস ৪৬, জানিথ লিয়ানাগে ৫৩; ম্যাট হেনিরি ৪/৫৫)।
নিউজিল্যান্ড: ১৫০/১০ (২৯.৪ ওভার)। (মার্ক চ্যাপমান ৮১; এসহান মালিঙ্গা ৩/৩৫, মাহিশ থিকসানা ৩/৩৫ ও অসিথা ফের্নান্ডো ৩/২৬)।
ফল: শ্রীলঙ্কা ১৪০ রানে জয়ী।
সিরিজের ফল: নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অসিথা ফের্নান্ডো।
সিরিজ সেরা: ম্যাট হেনরি।