খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে সিলেটের দেয়া ১৮৩ রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ ১৭৪ রান। ফলত, সিলেটের কাছে ৮ রানে হেরে গেলো খুলনা টাইগার্স।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভার খেলে সিলেট করে ১৮২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৭৫ রান করেন জাকির হাসান। তিনি ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় এই ইনিংস সাজান। এছাড়া, দলের হয়ে আরেকটি অর্ধশতক উপহার দেন ওপেনার রনি তালুকদার। ৫ চার ও দুই ছক্কায় ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন।
খুলনার হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন আবু হায়দার। এছাড়া জিয়াউর রহমানও ৩ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ১৮৩ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে খুলনা।
বিপরীতে, খুলনা ব্যাটিং করতে নেমে ভালোই শুরু করেছিলো। কিন্তু ব্যক্তিগত ১১ রানেই ঘরে ফেরেন মোহাম্মদ নাঈম। রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে ২ রানে ঘরে ফেরেন ইমরুল কায়েস। দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪৩ রান করেন উইল বসিস্তো। এছাড়া, ১৪ বলে ১৫ রান করে ঘরে ফেরেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলে তেমন কোনো প্রভাবই রাখতে পারলেন না এই অলরাউন্ডার।
ম্যাচে যখন ২৪ বলে ৫০ রান দরকার ছিলো খুলনার হার ধরেই নিয়েছিলো অনেকেই। তবে এরপরই ঘুরে দাঁড়ায় খুলনা। নিয়মিত রান আর বাউন্ডারি খেলে ম্যাচকে নিয়ে এসেছিলো হাতের কাছাকাছি। শেষ ৩ বলে তখন দরকার ছিল ১০ রানের। কিন্তু তাও নিতে পারলো নাহ খুলনা। শেষে ৮ রানে হেরে গেলো খুলনা।
সংক্ষিপ্ত স্কোর
সিলেটঃ ১৮২/৫ (২০ ওভার)
খুলনাঃ ১৭৪/৯ (২০ ওভার)