ফুটবল বিশ্ব রোববার রাতে মেতে ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সুপার কোপা নিয়ে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ ঘরোয়া লিগের খেলা মাঠে নেমেছিলেন। দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার উৎসব করেছে তারা। নিজেদের মাঠের খেলায় ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষস্থানের দখল নিয়েছে দলটি। ৫৫ মিনিটে হুলিয়ান আলভারেজ একমাত্র গোলটি করেন।
এ জয়ের ফলে ১৯ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪। এক পয়েন্ট কম নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। আর গত রাতে সুপার কোপা জয়ী বার্সেলোনা তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৩৮।
লা লিগায় ১৯ ম্যাচে এটা ছিল আতলেতিকো মাদ্রিদের ১৩তম ম্যাচ জয়। সব মিলিয়ে টানা ১৪তম ম্যাচ জয় করেছে তারা। এটা তাদের একটা রেকর্ড।
স্বাগতিক দল ম্যাচের শুরু থেকে মাঠে আধিপত্য করেছে। গোলের জন্য দীর্ঘ ৫৫ মিনিট অপেক্ষা করতে হলেও ম্যাচের শুরুতেই তারা গোল পেতে পারতো। সপ্তম মিনিটে আঁতোয়া গ্রিজম্যানে গোল করেছিলেন। কিন্তু ভিএআরে দেখা যায় বল হাতে স্পর্শ করেছে। ফলে গোল বাতিল হয়। ১২ ও ৩৬ মিনিটে দুইবার সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। উভয়ক্ষেত্রে তার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরা।
অবশেষে দ্বিতীয়ার্ধে আতলেতিকো গোলের দেখা পায়। আঁতোয়া গ্রিজম্যানে রদ্রিগো ডি পলের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ক্লেমেন্তের কাছে দিয়েছিলেন। তিনি সুযোগ না নিয়ে আলভারেজকে বল দেন। এবার আর সুযোগ নষ্ট হয়নি। গোল করে দলকে এগিয়ে নেন আলভারেজ। শেষ পর্যন্ত তার এ গোলেই জয় পায় আতলেতিকো মাদ্রিদ।