জমে উঠেছে ফেডারেশন কাপ ফুটবল। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয় পেলেই ফেডারেশন কাপ ফুটবলের কোয়ালিফাইং নিশ্চিত হতো ফর্টিস এফসির। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসি হেরে গেছে ব্রাদার্সের কাছে। ১-০ গোলে হেরেছে তারা। ফলে আগে থেকে পাওয়া ৭ পয়েন্ট নিয়েও স্বস্তি নেই ফর্টিসের। এখন অন্য ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।
চার ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফর্টিস। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের। পুলিশের পয়েন্ট ৪। ব্রাদার্স ও কিংস নিজেদের শেষ ম্যাচে জিতলে বিদায় হবে ফর্টিসের। আবার নিজ নিজ ম্যাচে ড্র করলে তিন দলের পয়েন্ট হবে সমান। ফলে শেষ রাউন্ডে নাটকীয়তা অপেক্ষা করছে।
ব্রাদার্সের জয়ের নায়ক কাওসার আলী রাব্বি। ৩৬ মিনিটে সাজ্জাদ হোসেনের পাস থেকে গোল করেন রাব্বি। ফর্টিস খেলায় ফেরার দারুণ সব সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
মঙ্গলবার অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। এই হারে ওয়ান্ডারার্সের বিদায় নিশ্চিত হয়েছে। ৪০ মিনিটে পাওয়া পেনাল্টিতে মোহাম্মদ ইমন ওয়ান্ডারার্সকে এগিয়ে নেন। ৮৪ মিনিটে পুলিশের হয়ে গোল করে খেলায় সমতায় ফেরান মান্নাফ রাব্বি। দুই মিনিট পর জয়সূচক গোল করেন পুলিশের বদলি খেলোয়াড় এহসানুর রহমান।