ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। বিপিএলের ২১তম এই ম্যাচে ফরচুর বরিশালকে ১৪০ রানের টার্গেট দিয়েছে ঢাকা ক্যাপিটালস। রোমাঞ্চকর এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া ঢাকার আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি। লিটন ১৩,মুনিম শাহরিয়ার শুন্য, সাব্বির রহমান ১০ ও থিসারা পেরেরা শুন্য রানে বিদায় নেন। এরপর মোসাদ্দেক ১১ রানে বিদায় নিলে তামিম সর্বোচ্চ ৬২ রান করে ফেরেন।
তার ৪৪ বলের ইনিং দুই বাউন্ডারি ও চার ছক্কার মার রয়েছে। শেষ দিকে ফারমানউল্লাহ ২২ রান করে বিদায় নেন। ফলে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। বল হাতে ঢাকার হয়ে তানভির ইসলাম ৩ ওভারে ৩৯ রানে নেন তিনটি উইকেট।