ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ার পর ম্যাচ ফি’রও পাঁচ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে।
ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ৭ম ম্যাচে, টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ বোলিং শেষ করতে পারেনি। এই সময়ের পর আরও এক ওভার বল করে বাংলাদেশ।
ম্যাচ শেষে আইসিসি ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ বাংলাদেশ দলকে ম্যাচ রেফারির পাঁচ শতাংশ জরিমানার বিষয়টি জানিয়ে দেন।
সাকিব আল হাসান স্লো ওভার রেটের বিষয়টি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।