বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফঢা সাজিদ ও মোহাম্মদ শাকের উল্লাহ ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র দ্বিতীয় স্থানে রয়েছেন।
বালিকা অনুর্ধ্ব-১৮ গ্রুপে ৪ খেলায় ৩ পয়েন্ট করে করে নিয়ে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল ইসলাম ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে সাড়ে তিন পয়েন্ট নিয়ে জান্নাতুল প্রীতি এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে আয়ান রহমান ও মোঃ মাহবুবুল আলম নিহাল পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৪ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে ৪ খেলায় পূর্ণ সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে সাফায়েত কিবরিয়া আজান ও অনিন্দ্য রিক দ্বিগবিজয় পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১২ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে সিদরাতুল মুনতাহা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ওয়ারিসা হায়দার এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে আজান মাহমুদ ও আইলান আফনান তাজওয়ার যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-৮ গ্রুপে ২ পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ আলিসা হায়দার, খন্দকার মুখমাতুন মওলা, লাবিবা আলম ও এলিসা আমরোজ অনুভব।
আগামীকাল (বুধবার) সকাল ১১-০০ (এগার) টা থেকে বালিকা অনুর্ধ্ব-১৮ ও ওপেন অনর্ধ্ব-৮ ব্যাতিত অন্য সকল গ্রুপের পঞ্চম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।