‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আগামী ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘৩৭তম জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা ২০২৫’।
টুর্নামেন্ট উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জুলাই বিপ্লব-বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক মুহূর্ত; যেখানে গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচারের জন্য জীবন উৎসর্গ করেছেন ছাত্র-তরুণ ও সাধারণ জনগণ।
পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে এই তারুণ্যের উৎসব। এই ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১৬- ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ‘৩৭তম জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় বিকেএসপি, কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ, পিকেএসপি, ঢাকা জেলা, দিনাজপুর জেলা, পটুয়াখালী জেলা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ জিমন্যাস্টিকস্ ক্লাব-এর জিমন্যাস্টগণ অংশগ্রহণ করবে।
১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রবিবার বিকাল ৪:৩০ ঘটিকায় জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী, মাননীয় সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিযোগিতার উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বিকাল ৫:০০ ঘটিকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া ব্যাক্তিত্বগণ, অভিভাবকবৃন্দ এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত থাকবেন।