জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। শনিবার রাতে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইটা জমজমাট হয়ে উঠেছে। অ্যাওয়ে ম্যাচে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শিরোপা প্রত্যাশী দলটি। পিছিয়ে পড়েও ওসাসুনা রিয়াল মাদ্রিদের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে।
এ নিয়ে ঘরোয়া লিগে টানা তৃতীয় ম্যচে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। ওসাসুনার আগে রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করেছিল। এর আগে তারা ইস্পানিওলের কাছে হেরে যায়।
পয়েন্ট ভাগাভাগির ফলে ২৪ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। ২৫তম ম্যাচে বার্সেলোনা জয় পেলেই তারা রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে চলে আসবে। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে যাবে বার্সেলোনা।
ম্যাচের মাত্র ১৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তার এ গোল রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু ৩৯ মিনিটে জুডে বেলিংহামের লাল কার্ড রিয়াল মাদ্রিদকে সংকটে ফেলে দেয়। অর্ধেকের বেশি সময় তাদেরকে একজন কম নিয়ে খেলতে হয়। আর এ সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় ওসাসুনা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা রিয়াল মাদ্রিদের মূল্যবান পয়েন্ট কেড়ে নেয়।
পেনাল্টি থেকে আন্দে বুদামির গোল করেন। নিজেদের বক্সের মধ্যে এডুয়াডো কামাভিঙ্গা অবৈধভাবে বাধা দিয়েছিলেন বুদামিরকে। পেনাল্টি থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বুদামির।