স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলে রবিবার (০৩ মার্চ) দেশে ফেরা জাতীয় দলের ফুটবলারদের নিয়ে শীঘ্রই অনুশীলন ক্যাম্প শুরু করতে চেয়েছিলেন কোচ জেমস পিটার বাটলার। কিন্তু জাতীয় দলসহ সব মেয়েকেই লম্বা সময়ের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের জন্য কঠোর অনুশীলনের মধ্য দিয়ে মেয়েদের একটি রুটিন ওয়ার্কের মধ্যে এনেছিলেন, সে কারণেই মেয়েদের লম্বা ছুটি দিতে চাননি ইংলিশ কোচ পিটার বাটলার। লম্বা ছুটিতে গেলে স্বাভাবিকভাবেই ফিটনেসের ঘাটতি তৈরি হবে।
ফিফা ক্যালেন্ডারের মধ্যে পড়ায় আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচটি ছিলো ফিফা প্রীতি ম্যাচ। পরেরটি অবশ্য ফিফা প্রীতি ম্যাচের স্বীকৃতি পায়নি। উভয় ম্যাচেই আফঈদা খন্দকারের দল হেরেছে ৩-১ গোলে। অবশ্য এই দুই ম্যাচের ফল নিয়ে ভাবছেন না কোচ। তার মধ্যে মেয়েদের মধ্যে যে ছন্দ তৈরি হয়েছে সেটি ধরে রাখার জন্যই নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে।
বাফুফে অবশ্য রোজার মধ্যে মেয়েদের ক্যাম্প না করার পক্ষে। ফেডারেশনের চাওয়া একেবারে ঈদের ছুটির পর ক্যাম্প শুরু করা।
সোমবার বিকেলে আরব আমিরাত থেকে ফেরা নারী ফুটবলারদের সাথে কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। মেয়েদের পারফরমেন্সে বাফুফে প্রধানও সন্তুষ্ট।