খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা বিমান ভট্টাচার্য আর নেই। আজ শুক্রবার দুপুর ১ টায় গোপীবাগের নিজ বাসায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৪১ সালের ৮ জুলাই এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম নেয়া বিমান ভট্টাচার্য তার কর্মজীবন শুরু করেছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া দিয়ে।
পরবর্তীতে তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং পত্রিকায় সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। বর্ণাঢ্য সাংবাদিকতার ক্যারিয়ারে ঢাকা প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ অসংখ্য সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়ীত্বপালন করেছেন।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মানে তাকে দাহ করা হয়।
বিমান ভট্টাচার্য’র প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)।