বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে শুক্রবার রাতেও গোলের দেখা পেয়েছেন। তার দল আল নাসর পেয়েছে জয়ের দেখা। খোলুদকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোরা। ম্যাচে তার করা গোলটি ছিল ক্যারিয়ারের ৯২৮তম গোল।
বয়স চল্লিশ পার হলেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন রোনালদো। সে সঙ্গে এগিয়ে যাচ্ছেন কাঙ্খিত হাজারতম গোলের দিকে। সৌদি প্রো লিগে আল নাসর খুব একটা সুবিধা করতে না পারলেও রোনালদো ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়ে যাচেছন। লিগটিতে এবারের আসরে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলদাতা। ২৪ ম্যাচে করেছেন ১৯ গোল।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রোনালদো। শুরুতে গোল হজমের এই ধাক্কা সামলে উঠতে পারেনি খোলুদ। ফলে এই অর্ধে আরো দুই গোল হজম করে তারা। সাদিও মানে ২৬ মিনিটে এবং জন ডুরান ৪১ মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধে আত্মঘাতি গোলের সুবাদে গোল পায় খোলুদ।
এ জয়ের সুবাদে আল নাসর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে। ২৫ ম্যাচ শেষে তাদের মধ্যে ৫১। সমান ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ৫৪ পয়েন্ট নিয়ে আল হিলাল দ্বিতীয় স্থানে।