উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে নাটকীয় হারে ছিটকে গেছে আতলেতিকো মাদ্রিদ। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আতলেতিকো মাদ্রিদকে আরো এক বড় ম্যাচে নামতে হচ্ছে। রোববার তারা ঘরোয়া লিগে বার্সেলোনার মুখোমুখি হবে। এ ম্যাচের জন্য উম্মুখ হয়ে আছে আতলেতিকোর মিডফিল্ডার গালাঘের।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাতকারে গালাঘের বলেন, চ্যাম্পিয়ন্স লিগে অবশ্যই আমরা গর্ব করে বলার মতো খেলা উপহার দিয়েছি। আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ থেকে ভালো খেলার উৎসাহ পেয়েছি।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের খেলায় ২-১ গোলে পিছিয়ে ছিল আতলেতিকো মাদ্রিদ। ফিরতি লেগে ম্যাচের শুরুতেই গালাঘেরের গোলে আতলেতিকোকে এগিয়ে গিয়েছিল। এ গোলের সুবাদে গোল গড় ২-২ এ সমতা হয়েছিল। ফলে খেলায় গড়ায় টাইব্রেকারে। সেখানে আতলেতিকো মাদ্রিদ হেরে যায়। রিয়াল মাদ্রিদ এখন আর্সেনালের বিপক্ষে খেলবে।
টাইব্রেকারে সম্পর্কে গালাঘের বলেন, আমরা যেভাবে হেরেছি তা অবশ্যই মেনে নেওয়া কঠিন। যাহোক আমরা এখন পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত। আমরা বার্সেলোনার বিপক্ষে সেরা ম্যাচ খেলার চেষ্টা করবো। তাদেরকে অবশ্যই হারানোর চেষ্টা করবো।