ঢাকা প্রিমিয়ার লিগে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। শনিবার মিরপুরে লিজেন্ডন্স অব রূপগঞ্জকে ৯৪ রানে হারায় তারা। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এদিন মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রান তোলে তামিম ইকবালের মোহামেডান। দলের পক্ষে তাওহিদ হৃদয় সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া অধিনায়ক তামিম ২৮,রনি তালুকদার ৩৬, মাহিদুল ইসলাম অঙ্কন ৪২ রান করে বিদায় নেন। শেষ দিকে মিরাজ ২৫ রান করে বিদায় নিলেও সাইফউদ্দিন ১৯ রান করে অপরাজিত থাকেন।
বল হাতে রূপগঞ্জর পক্ষে শরিফুল ইসলাম ১০ ওভারে ৫৪ রান দিয়ে নেন চার উইকেট। এছাড়া তানজিম সাকিব নেন দুটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ও ভারে ১৫৯ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। তাসকিনের বোলিং তোপের পর মিরাজের বিষাক্ত স্পিনের সামনে কেউ দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৪৩ রান আসে শেখ মাহেদী হাসানের ব্যাট থেকে। এছাড়া জাকের আলী ২৫ ও আফিফ হোসেন ১৪ রান করেন।
বল হাতে অলরাউন্ড মিরাজ ৯.২ ওভারে ৩৮ রান দিয়ে একাই নেন চার উইকেট। এছাড়া তাসকিন আহমেদ নেন ৭ ওভারে ৩৩ রানে তিন উইকেট।