নাটকীয় এক জয়ে লা লিগায় শীর্ষস্থানে ফিরে এসেছে বার্সেলোনা। গতকাল রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। ২-০ গোলে পিছিয়ে পরার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। ফেরান তরেস জোড়া গোল করেন। অন্য দুই গোল করেন রবার্ট লেফানদোভস্কি ও লামিনে ইয়ামাল।
২৭ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান। তবে গোল পার্থক্যে তারা পিছিয়ে রয়েছে। তাছাড়া বার্সেলোনা একটা ম্যাচ কম খেলেছে। ২৮ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে।
বার্সেলোনার এটা নাটকীয় জয়। ৭০ মিনিট পর্যন্ত দলটি দুই গোলে পিছিয়ে ছিল। এ অবস্থায় বার্সেলোনার হার নিয়ে খুব বেশি বার্সার সমর্থকের কোনো সন্দেহ ছিল না। কিন্তু হঠাৎ করেই ঘুরে যায় ম্যাচের মোড়। পরবর্তী ১৮ মিনিটে বার্সেলোনা একের পর এক গোল করেন। যার শুরুটা হয়েছিল ৭২ মিনিটে। এ সময়ে রবার্ট লেফানদোভস্কি গোল করে ব্যবধান কমিয়ে আনেন। তারপর ফেরান তরেস ৭৮ মিনিটে সমতা ফেরানোর পর লামিনে ইয়ামাল ৯২ মিনিটে দলকে এগিয়ে নেন। আর ৯৮ মিনিটে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ ফেরার সব সম্ভাবনা শেষ করে দেন তরেস। এটা ছিল তার দ্বিতীয় গোল।
এর আগে ৪৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। ৭০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের আনন্দে ভাসিয়েছিলেন আলেক্সান্ডার সরলোথ।