মেজর সকার লিগে দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে আটালান্টার কাছে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পায় মায়ামি। এ জয়ের ফলে ৪ ম্যাচ শেষেমায়ামির পয়েন্ট ১০, পয়েন্ট টেবিলে অবস্থান সবার ওপরে। মায়ামির হয়ে গোল করেন লিওনেল মেসি ও ফাপা পিকাল্ট।
নাটকীয় জয় মায়ামির। অ্যাওয়ে ম্যাচে খেলার শুরুতেই পিছিয়ে পড়ে মেসিরা। ইমানুয়েল লাট্টের গোলে ১১ মিনিটে এগিয়ে যায় আটালান্টা। তবে খুব বেশি সময় এই ব্যবধান ধরে রাখতে পারেনি আটালান্টা। দারুণ এক গোলে লিওনেল মেসি মায়ামিকে ম্যাচে ফিরিয়ে আনেন। ২০ মিনিটের সময় গোলটি করেন মেসি।
পয়েন্ট ভাগাভাগি করে খেলা শেষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ছিল। কিন্তু হঠাৎ বাম দিক থেকে উড়ে আসা বল ম্যাচের চিত্র পাল্টে দেয়। ফাপা পিকাল্টের হেড আশ্রয় নেয় আটালান্টার জালে। তার এ গোলের সঙ্গে সঙ্গে মায়ামির সমর্থকদের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। একই সঙ্গে মায়ামির খেলোয়াড়রা ও কোচ উচ্ছ্বাসে মেতে ওঠেন।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দুর্ভাগ্য তাদের। শীর্ষে থাকার সুযোগ হারিয়েছে তারা। শীর্ষে থেকে নাশভিলে এসসির বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। কিন্তু হেরে যায়। তাদের এই হার মায়ামিকে শীর্ষে এনে দিয়েছে।