সেরি আতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সংহত করেছে ইন্টার মিলান। রোববার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে আতালান্তাকে। কার্লোস অগস্তা ও লাউতারো মার্টিনেজের করা গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। উভয় গোলই হয় দ্বিতীয়ার্ধে। উভয় দলের একজন করে খেলোয়াড় এ ম্যাচে লাল কার্ড দেখেছেন।
এ জয়ের ফলে ইন্টার মিলান ২৯ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। নাপোলি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে এগিয়ে চলেছে। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৬১। আটালান্তা রয়েছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৫৮।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ইন্টার মিলান। কিন্তু তাদের রক্ষণভাগ ভেদ করে গোল পাওয়া কঠিন হয়ে পড়েছিল। বিরতির পর পরই কার্লোস অগস্তার গোলে ইন্টার মিলান এগিয়ে যায়। এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলের চেষ্টা অব্যাহত রাখে ইন্টার। কিন্তু গোল আর পাওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত এদেরসেন সেই ব্যবস্থা করে দেন। ৮১ আতালান্তার এই খেলোয়াড় অথচ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বের হয়ে যান। তারপরই ইন্টার মিলান দ্বিতীয় গোল পায়। গোলদাতা লাউতারো মার্টিনেজ।
এদিনে লিগের অন্য ম্যাচে বোলোনিয়া ৫-০ গোলে লাৎসওিকে, রোমা ১-০ গোলে ক্যালিয়ারিকে, ফিওরেন্টিনা ৩-০ গোলে জুভেন্টাসকে হারিয়েছে। নাপোলি ও ভেনেজিয়া ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।