২০২৬ বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এ দুই ম্যাচে দলের অধিনায়ককে পাচ্ছে না আর্জেন্টিনা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। মেসিকে বাদ দিয়ে দলের কোচ ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন।
দল থেকে বাদ পড়ার পর মেসি বলেছেন, আমি দুঃখিত যে জাতীয় দলে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলতে পারছি না।আমি আসলেই উভয় ম্যাচে মাঠে থাকতে চেয়েছিলাম। কিন্তু একটা ইনজুরির কারণে আমাকে বিশ্রাম নিতেই হবে। আমি সব ভক্তদের মত দলকে সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।
এপি জানিয়েছে, মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় বাম উরুতে আঘাত পেয়েছেন মেসি। উরুর মাংসপেশিতে টান পড়েছে মেসির। চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেই থাকছেন।
বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য দলে ছিলেন মেসি। যদিও ফিটনেস নিয়ে তখনো সমস্যায় ছিলেন। এ কারণে মেজর সকার লিগে কয়েকটি ম্যাচে মাঠে নামেননি। ঝুঁকি কমাতেই এ ব্যবস্থা নিয়েছিলেন মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। তারপরও সেই ইনজুরিতে পড়লেন মেসি।
আগামী শনিবার মন্টেভিডিওতে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে খেলবে। ২৬ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলের মোকাবেলা করবে আর্জেন্টিনা। ১২ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে।