নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ভাগ্যের পরিবর্তন হয়নি পাকিস্তানের। আজ সোমবার ডুনেডিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। নিউজিল্যান্ড জয় পেয়েছে ৫ উইকেটে। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দল ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
প্রথমে ব্যাট হাতে নেমে পাকিস্তান ১৫ ওভারে স্কোরবোর্ডে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান জমা করে। আগের ম্যাচের মতো এ ম্যাচেও পাকিস্তানের ব্যাটাররা তাদের ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারেনি। কিছুটা ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সালমান আঘা। ২৮ বলে ৪৬ রান করেছেন তিন। অন্যরা আসা যাওয়ার পালায় ছিলেন। চারটি বাউন্ডারির পাশাপাশি তিনটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
রান তাড়ার শুরুতে নিউজিল্যান্ডের ব্যাটিং তান্ডবে পাকিস্তানের বোলারদের নাভিশ্বাস ওঠার যোগাড় হয়েছিল। একের পর এক বল বাতাসে ভাসিয়ে সীমানা পার করছিলেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। এই জুটি যখন বিচ্ছিন্ন হন তখন স্কোরবোর্ডে রান ৬৬, ওভার ৪.৪। অর্থাৎ ২৮ বলে ৬৬ রান। ২২ বলে সেইফার্ট করেছেন ৪৫ রান। তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। আর অ্যালেন ১৬ বলে ৩৮ রান করতে পাঁচটি ওভার বাউন্ডারি মেরেছেন।
শেষ সময়ে এসে পাকিস্তানের বোলাররা একটু উইকেট শিকারের আনন্দ করতে পেরেছে। ১০ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। তবে নিউজিল্যান্ডের জয়ে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের বোলিং।