অবশেষে ডিপিএলে সেঞ্চুরি পেলেন এনামুল হক বিজয়। মঙ্গলবার বিকেএসপিতে তামিম ইকবালের মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে বিজয়। তার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছে বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ১৪৯ রান করেন ওপেনার বিজয়। ১৪৩ বলে ১২ চার ও চার ছক্কায় এ রান করেন। এছাড়া সাকিদুর রহমান ৬০ ও শামসুর রহমান ৩২ ও তৌফিক আহমেদ ৬৩ রান করেন।
বল হাতে তাসকিন আহমেদ বেধড়ক পিটুনি খেয়েছেন। ১০ ওভারে ১০৭ রান দিয়ে নেন কেবল ৩ উইকেট। এছাড়া নাসুম আহমেদ ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন এক উইকেট। এছাড়া সাইফউদ্দিন ১০ ওভারে ৭৭ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেনি।