চোটের কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের দুই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। তবে দলের সঙ্গে না থাকলেও সমর্থক হিসেবে দলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার সঙ্গে মেসির পথচলা প্রায় ২০ বছরের কাছাকাছি। এই সময়ে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকার শিরোপাসহ অনেক অনেক ম্যাচ। তার অর্জন আর কীর্তির শেষ নেই। তবু এই দুটি ম্যাচ খেলতে না পারার বেদনা তাকে পোড়াচ্ছে।
তবে দলের সঙ্গে না থাকায় সামাজিক মাধ্যমে সেই যন্ত্রণার কথা তুলে ধরে আর্জেন্টিনার মহানায়ক বললেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে স্পেশাল এই দুটি খেলায় থাকতে না পেরে আমি হতাশ। সবসময়ের মতোই আমি থাকতে চেয়েছিলাম। তবে শেষ মুহূর্তের চোট, যদিও তা খুব গুরুতর নয়, তবে সেটিই আমাকে আপাতত মাঠের বাইরে রাখছে।’
এছাড়া তিনি বলেন,‘অন্য সব সমর্থকের মতোই এখান থেকে আমি দলকে সমর্থন করব ও গলা ফাটাব। এগিয়ে চলো আর্জেন্টিনা…।’
তবে মেসি না থাকলেও আর্জেন্টিনার খুব বেশি দুর্ভাবনার কারণ নেই। কারণ বিশ্বকাপ বাছাই উতরানো তাদের জন্য বলা যায় স্রেফ সময়ের ব্যাপার। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা উরুগুয়ে আছে পাঁচ পয়েন্ট পেছনে। পাঁচে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮।
উল্লেখ্য’ আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর ঘরের মাঠে তাদের লড়াই ব্রাজিলের বিপক্ষে।