ফিফা ক্লাব বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ১০-০ গোলে উড়ে যাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার কাছে হারলো ৬-০ গোলে। দুই ম্যাচে বড় পরাজয়ের পাশাপাশি টুর্নামেন্ট থেকেই বিদায় চূড়ান্ত হয়ে গেলো অকল্যান্ড সিটির।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের সাথে ২-২ গোলে ড্র করা বেনফিকা দ্বিতীয় রাউন্ডের পথে টিকে রইলো ভালোভবেই। গ্রুপের শেষ ম্যাচে তাদের খেলতে হবে উড়ন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
ফ্লোরিডার অরল্যান্ডোর ‘ইন্টার অ্যান্ড কো. স্টেডিয়ামে’ বেনফিকার হয়ে জোড়া গোল করেন ডি মারিয়া ও লিয়ান্দ্রো বারেইরো। একটি করে গোল করেন ভ্যানেগেলিস পাভলিডিস ও রেনাটো সানচেজ।
ম্যাচের প্রথমার্ধে ডি মারিয়ার গোলেই লিড নেয় বেনফিকা। প্রথমার্ধে যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে ডি মারিয়া লক্ষ্য ভেদ করেন। ১-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা বেনফিকা ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে তুলে নেয় আরও ৫ গোল।
৫৩ মিনিটে ভ্যানেগেলিস ব্যবধান বাড়ানোর পর ৬৩ মিনিটে বেনফিকাকে ৩-০ গোলের লিড এনে দেন রেনাটো সানচেজ।
এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি গর্তুগিজ ক্লাবটি। দুই মিনিটের ব্যবধানে অর্থাৎ ৭৬ ও ৭৮তম মিনিটে জোড়া গোল তুলে নেন লিয়ান্দ্রো বারেইরো।
ম্যাচের একেবারে শেষ মুহুর্তে পেনাল্টি থেকে আরও এক গোল করেন ডি মারিয়া।
গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে আগামী ২৪ জুন বাংলাদেশ সময় রাত একটায় বায়ার্নের মুখোমুখি হবে বেনফিকা। এই ম্যাচে বায়ার্নের সাথে ড্র করলেই চলবে বেনফিকার।
সি গ্রুপে নিজেদের দুই ম্যাচে জয় তুলে নেয়া বায়ার্ন আছে টেবিলের শীর্ষে। দুই ম্যাচে এক জয় ও এক ড্র থেকে বেনিফকার সংগ্রহ চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বেনফিকা। আর এক ড্র ও এক পরাজয় শেষে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বোকা জুনিয়র্স। সি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে খেলতে চাইলে তৃতীয় ও শেষ ম্যাচে অকল্যান্ড সিটির বিপক্ষে বড় জয় পাওয়ার পাশাপাশি বেনফিকার পরাজয়ও চাইতে হবে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















