ট্রান্সফার মার্কেট এখনও পুরোপুরি উত্তাল না হলেও, বড় ক্লাবগুলো নিজেদের ভবিষ্যতের ভরসা গড়ে তুলতে ব্যস্ত। এই তালিকায় এবার বড়সড় চমক দিল লিভারপুল। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে তরুণ তারকা ফ্লোরিয়ান ভির্টজকে ইতিহাস গড়া দামে দলে টেনেছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।
২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে অলরেডদের চুক্তি হয়েছে ১১৬ মিলিয়ন পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৯০০ কোটি টাকারও বেশি। পাঁচ বছরের এই চুক্তির আওতায় ২০৩০ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই থাকবেন ভির্টজ। প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন পাউন্ড এবং বিভিন্ন পারফরম্যান্স শর্তে আরও ১৬ মিলিয়ন পাউন্ড পাবে লেভারকুজেন।
বিবিসির তথ্যমতে, ভির্টজের এই ট্রান্সফার ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের মধ্যে একটি। ২০২৩ সালে চেলসি ১১৫ মিলিয়ন পাউন্ডে ময়েসেস কায়কেদোকে দলে নিয়েছিল, সেই রেকর্ডও ভেঙেছে এই চুক্তি।
লেভারকুজেনের হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল এবং ৪৪ অ্যাসিস্ট করে ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ভির্টজ। ওপেন প্লে থেকে ২৫৩টি সুযোগ তৈরি করার মতো অসাধারণ পরিসংখ্যান রয়েছে তার।
লিভারপুলের হয়ে এটি দ্বিতীয় বড় দলবদল হলেও, ট্রান্সফার ইতিহাসে এখনো অক্ষত রয়েছে নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড। তবে ভির্টজের মতো তরুণ প্রতিভা পেয়ে লিভারপুল যেন ভবিষ্যতের জন্য এক অনন্য সম্পদ তুলে নিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















